মোঃ মানছুর রহমান জাহিদ, খুলনা অফিসঃ খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা'র সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই সৌরভ কুমার দাস সংগীয় অফিসার ও ফোর্সসহ জেলার রূপসা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে রোববার রাত ১১টার সময় রূপসা থানাধীন ৩নং নৈহাটি ইউনিয়নের জাবুসা চৌরাস্তার মোড়ের উত্তর পাশে পাঁকা রাস্তার উপর ল্যাম্প পোস্টের নিচ থেকে আসামী মোঃ সাহেদ হোসেন শেখ (৩২), পিতা- মোঃ ইকবাল হোসেন শেখ, গ্রাম- নিজগ্রাম (আমিরপুর), থানা- বটিয়াঘাটা, জেলা-খুলনা ’কে তার ব্যবহৃত নীল ও সাদা রংয়ের APACHE 4V ১৫০ সিসি মোটরসাইকেল ও ০১ কেজি মাদকদ্রব্য গাজাসহ গ্রেফতার করেন জেলা ডিবি খুলনা। উক্ত ঘটনায় এসআই সৌরভ কুমার দাস বাদী হয়ে রূপসা থানায় এজাহার দায়ের করেন।
উল্লেখ্য: আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে ১টি ছিনতাই মামলা এবং উক্ত মামলাসহ সর্বমোট ০২ টি মামলা রয়েছে।