খুলনা অফিসঃ খুলনার রূপসায় সড়ক-মহাসড়কে বিআরটিএ’র অনুমোদন বিহীন অবৈধ ট্রলি চলাচলের মাধ্যমে সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত মানুষ হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২ টায় রূপসার আইচগাতি ইউনিয়ন সচেতন নাগরিক সমাজ এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা কৃষক লীগের সভাপতি ও আইচগাতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল।
এ সময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব মল্লিক বাবু, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ মারুফ, বেলফুলিয়া ইসলামি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার ওলিউর রহমান, আইচগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিটন, পলাশ সাহা জগো, মেজবাবুর রহমান, শেখ সাইদুর রহমান, উছমান হোসেন টগর, হাফিজুর রহমান, শেখ আবুল হোসেন, আশিক খান, হাবিবুর রহমান, ইউপি সদস্য মাহমুদা, রোকেয়া, জোসনা, আব্দুল হালিম জয়, হোসেন শরিফ, মঞ্জুর মীর, ডাক্তার আসাদুজ্জামান, আব্দুর রহিম ঢালী, মোঃ রায়হান জহির, ছাত্রলীগ নেতা মিরাজুল ইসলাম, শেখ সাঞ্জু আহম্মদ, মোঃ সজিব প্রমূখ।
বক্তারা বলেন, অবিলম্বে অনুমোদন বিহীন অবৈধ ট্রলি সড়কে চলাচল বন্ধ করতে হবে। বন্ধ করা না হলে আগামী ১২ মার্চ বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এবং দুপুর ১২টায় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।
আপনার মতামত লিখুন :