এইচ এম সাগর হিরামন, খুলনা অফিসঃ খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার জলমা চক্রাখালী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার বেলা ১০ টার দিকে প্রতিদিনের ন্যায় স্কুলের শিখার্থীদের এ্যাসেম্বেলি কার্যক্রম শুরু হয়।শিক্ষা অফিসার রুহুল আমিন (ডিডি),প্রকল্প পরিচালক প্রবীর ভট্টাচার্যস(পিডি),ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তৃপ্তি রানী বিশ্বাস ও অন্যান্য সহকারী শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে জাতীয় সংগীত ও শপথ পাট কার্যক্রম চলাকালীন অবস্থায় অতিরিক্ত গরমে প্রায় এক ঘণ্টার মতো সময় ধরে ছাত্র-ছাত্রীরা রৌদ্রে দাঁড়িয়ে এ্যাসেম্বেলি করে। এ সময় ২৫ জন ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েলে তাৎক্ষণিক তাদের বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান বলেন,হাসপাতালে ২৫ জন ছাত্রী রোগী ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১৫ জনকে প্রথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে বাড়িতে পাঠিয়েছি। ৪ জনকে খুমেক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে । বাকি ৬ জন ছাত্রীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। হাসপাতালের সকল ডাক্তার, নার্স সহ সকল বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা সহযোগিতা করেছে,তবে এ রোগটি মারাত্মক কোন সমস্যা না বলে জানিয়েছেন চিকিৎসকরা। এটাকে হিস্ট্রিয়া রোগ বলা হয় খুব দ্রুত সময়ের মধ্যে আশা করি সুস্থ হয়ে যাবে। ভুক্তভোগী ছাত্রীরা জানায়, সকাল সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত আমাদেরকে রৌদ্র দাড়িয়ে রাখা হয়। যার ফলে আমরা সবাই অসুস্থ হয়ে পড়ি।
আপনার মতামত লিখুন :