• ঢাকা
  • বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০১:৪৮ অপরাহ্ন

খুলনার বটিয়াঘাটায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক -১


প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২৩, ১১:০৪ অপরাহ্ন / ১৪৯
খুলনার বটিয়াঘাটায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক -১

মোঃ মানছুর রহমান জাহিদ, খুলনা অফিসঃ খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান পিপিএম-সেবার সার্বিক দিক- নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই শেখ ইমরুল করিম সংগীয় অফিসার ও ফোর্সসহ জেলার বটিয়াঘাটা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে গত বৃহস্পতিবার রাত সোয়া ৮টার সময় বটিয়াঘাটা থানাধীন জলমা ইউনিয়নের ছয় ঘরিয়া মোড় পাকা রাস্তার উপর থেকে আসামী মোঃ ফরিদ ফকির (২১), পিতাঃ ফারুক ফকির, এ/পি: সাং-সাচিবুনিয়া (বিশ্বরোড), ছয় ঘরিয়া; থানা-বটিয়াঘাটা, জেলা -খুলনা, স্থায়ীঃ কচুবুনিয়া, মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাটকে আটক করেন জেলা ডিবি খুলনা। এ সময় আটক আসামীর হেফাজত হতে ৫০ (পঞ্চাশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্বার করেন ডিবি। এ সংক্রান্তে এসআই শেখ ইমরুল করিম বাদী হয়ে বটিয়াঘাটা থানায় এজাহার দায়ের করেন।