• ঢাকা
  • বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০১:১০ অপরাহ্ন

খুলনার বটিয়াঘাটায় জেলা ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক -১


প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৩, ১১:৪৯ পূর্বাহ্ন / ৮৪
খুলনার বটিয়াঘাটায় জেলা ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক -১

মোঃ মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান পিপিএম (সেবা)’র সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দিন মোল্যার নেতৃত্বে এসআই শেখ ইমরুল করিম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জেলার বটিয়াঘাটা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালে ২৬ জুলাই বিকেল সাড়ে পাঁচটার দিকে বটিয়াঘাটা থানাধীন বটিয়াঘাটা নতুন স্ট্যান্ডগামী রাস্তা সংলগ্ন স্মার্ট টেইলার্স এন্ড ক্লথ স্টোরের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামি, এবিএম জাহাঙ্গীর কবির (৩৯), পিতা-মোঃ জাহাবক্স বিশ্বাস, সাং-শরাফপুর, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনাকে আটক করেন। আটক আসামির কাছ থেকে ২০ (বিশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জেলা ডিবি। উক্ত ঘটনায় এসআই শেখ ইমরুল করিম বাদী হয়ে বটিয়াঘাটা থানায় এজাহার দায়ের করেন।