খুলনা অফিসঃ খুলনার বটিয়াঘাটা উপজেলায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল সাড়ে নয়টায় মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে স্থানীয় সরকারি বটিয়াঘাটা (ডিগ্ৰী) মহাবিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম । বিশেষ অতিথি ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল,প্রোগ্রাম রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন সরকারী আজম খান কমার্স কলেজের সহকারী অধ্যাপক পরিতোষ কুমার হোড়, মেডিকেল অফিসার ডাঃ আশিক দত্ত, কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ কুমার দাশ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন, বটিয়াঘাটা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ চন্দ্র মন্ডল,যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, প্রাথমিক শিক্ষা অফিসার আলমগীর কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুলতানা নাছরীন, ইন্সট্রাক্টর গুলসান আরা, উপজেলা একাডেমি সুপার ভাইজার, বটিয়াঘাটা প্রেসক্লাবের সভাপতি কবির আহমেদ খান, ইউপি চেয়ারম্যান শেখ ওবায়দুল্লাহ, মোঃ আসাবুবুর রহমান আসাব, ভান্ডারকোর্ট ইউপি চেয়ারম্যান মোঃ ওবাইদুল হক,সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ কুমার আউয়াল, ৫০ টা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাংবাদিক ও অভিভাবক সদস্যবৃন্দ।