মোঃ মানছুর রহমান জাহিদঃ নানান আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে পাইকগাছা রিপোটার্স ইউনিটি’র বার্ষিক ফ্যামিলি মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান। বোয়ালিয়া সরকারী বীজ উৎপাদন খামারে অনুষ্ঠিত ফ্যামিলি মিলন মেলায় নানান রকম খেলায় অংশগ্রহন করেন সাংবাদিকদের পরিবারের সদস্যরা। সাংবাদিক পত্নীরা চেয়ার সেটিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সাংবাদিক ও অতিথিদের নিয়ে অনুষ্ঠিত হয় বাংলার ঐতিহ্যবাহী হাড়ি ভাঙ্গা খেলা। এ খেলায় সম্মানিত অতিথি থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান হাড়ি ভেঙ্গে প্রথম স্থান অধিকার করেন। এসময় উপস্থিত ছিলেন পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলী, সহ-সভাপতি আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন নায়েব, সাংগঠনিক সম্পাদক মানছুর রহমান জাহিদ, নির্বাহী সদস্য জি এম মিজানুর রহমান মিজান, রাবিদ মাহমুদ চঞ্চল, লিটন গাজী, জহুরুল হক, আনারুল ইসলাম,মাজহারুল ইসলাম মিথুন, কাজী সোহাগ, শাফিয়ার রাহমান, ফারুখ আহম্মেদ প্রমুখ। বিভিন্ন খেলা-ধুলা শেষে বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :