• ঢাকা
  • বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:২০ অপরাহ্ন

খুলনার পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২৩, ৯:২৯ পূর্বাহ্ন / ৫৩
খুলনার পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

মোঃ মানছুর রহমান জাহিদঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে অনুষ্ঠিত বিশেষ নির্বাচনী বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে যুগ্ন সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাড সোহরাব আলী সানা।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনীত নৌকার মাঝি মোঃ রশীদুজ্জামান মোড়ল, খুলনা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ খায়রুল আলম, জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মনিরুল ইসলাম, শেখ আনিসুর রহমান মুক্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সহ-সভাপতি সমিরন সাধু, চেয়ারম্যান কওসার আলী জোয়ার্দার, কে এম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, কাজল কান্তি বিশ্বাস, রিপন কুমার মন্ডল, আব্দুল মান্নান গাজী, বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, শাহজাদা আবু ইলিয়াস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, হরিঢালী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শেখ বেনজীর আহম্মেদ বাচ্চু, সদস্য সচিব মিজানুর রহমান, কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার বজলুর রহমান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খোকন, লতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্মল চন্দ্র বৈদ্য, সদস্য সচিব মঙ্গল চন্দ্র মন্ডল, দেলুটী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নির্মল চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক রিপন কুমার মন্ডল, সরদার মোহসীনুর রহমান, সাধারণ সম্পাদক নির্মল ঢালী, গদাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্মল চন্দ্র অধিকারী, রাড়ুলী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শংকর দেবনাথ, চাঁদখালী ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সচিব আজিজুল ইসলাম, গড়ইখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আয়ুব আলী, আওয়ামীলীগ নেতা পঞ্চানন সানা, সেহেন্দু বিকাশ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণ পদ মন্ডল, গোলক বিহারি মন্ডল, সাবেক চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, হেদায়েত আলী টুকু, সহকারী অধ্যাপক মায়নুল ইসলাম, জি এম ইকরামুল ইসলাম, বিজন বিহারি মন্ডল, দিপক কুমার, হাসান রুমি, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর, মহিলা আওয়ামী লীগের সভাপতি মাসুমা বেগম, কৃষকলীগের আহবায়ক এ্যাড আব্দুর রশীদ, শ্রমিকলীগের সভাপতি শেখ হারুন অর রশীদ, শ্রমিকলীগ নেতা শাহজাহান কবির, পৌরসভা যুবলীগের সভাপতি জগদিশ রায়, যুব মহিলালীগের সভাপতি ময়না আক্তার, মৎসজীবী লীগের সদস্য সচিব হামিম সানা, তাতীলীগের সভাপতি শেখ ফরহাদ হোসেন, খুলনা জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মৃণাল কান্তি বাছাড়, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী, পৌরসভা ছাত্রলীগের সভাপতি আবির আক্তার আকাশ প্রমুখ।

বর্ধিত সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামি নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে পূর্বের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। শেখ হাসিনার সুপার সিলেকশন নৌকা প্রতিকের মাঝি রশীদুজ্জামান কে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি আরও বলেন, দেশ তথা এলাকার উন্নয়নে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।