• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন

খুলনার পাইকগাছায় ৪র্থ শ্রেনির ছাত্রীর গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা


প্রকাশের সময় : মে ১৪, ২০২২, ৩:৫১ অপরাহ্ন / ১৭৭
খুলনার পাইকগাছায় ৪র্থ শ্রেনির ছাত্রীর গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা

খুলনা প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় চতুর্থ শ্রেনীতে পড়ুয়া ছাত্রী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার রাড়ুলী গ্রামের জুলফিকার গাজীর মেয়ে। ঘটনাটি শনিবার সকাল ৯টায়। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

পাইকগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, উপজেলার রাড়ুলী ইউনিয়নের রাড়ুলী গ্রামের জুলফিকার গাজীর মেয়ে মরিয়াম খাতুন (১০) সকাল ৯টার দিকে ভাত খাওয়ার জন্য বায়না করে। এসময় তার মা ডিম ভাজি করে ভাত দেওয়ায় মরিয়াম ক্ষুব্ধ হয়ে ওঠে। পিতা জানতে পেরে মেয়ের জন্য বাজারে মাংস আন্তে যায়। মায়ের উপর অভিমান করে মরিয়াম তার গায়ে থাকা ওড়না পেচিয়ে ঘরে আড়ার সাথে ঝুলে পড়ে। শব্দ শুনে মা ঘরে যেয়ে মেয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আছে। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন মরিয়ামকে নামিয়ে পাইকগাছা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, পরিবারের কোন অভিযোগ নাথাকায় সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের লাশটি দাফনের জন্য দেয়া হয়েছে। এঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।