মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কেঁককাটা ও মিছিল শেষে পাইকগাছা পৌরসভা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাজ্জাদ আহম্মেদ মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপি'র সদস্য সাবেক জেলা ছাত্রদল সভাপতি মনিরুজ্জামান মন্টু। উদ্বোধক ছিলেন খুলনা জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ তৈয়েবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহবায়ক খুলনা মহানগর বিএনপি ইকরামুল হক হেলাল।
প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু।
বক্তৃতা করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আসলাম পারভেজ, এসএম ইমদাদুল হক, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, তৈহিদজ্জামান মুকুল, ইমরান সরদার, সাইফুল ইসলাম তারিক, জাহিদুর রহমান লিটন, আবু তাহের,পৌরসভা সেচ্ছাসেবক দলের আহবায়ক আাদুল্লাহ আল গালিব, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জজ্ঞেস্বর সানা কার্তিক, সোহেল গাজী ইউনুছ মোল্লা, শামীম, রাজিব ও তরিকুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি বলেন জগদ্দল পাথরের মত চেপে বসা হাসিনা সরকারের পতনের পর সকল এমপি মন্ত্রীসহ গোটা দলটার পলায়ন সারা বিশ্বের মধ্যে নজীরবিহীন লজ্জাজনক ঘটনা। তিনি আরও বলেন এমুহূর্তে দলের মধ্যে অনেকেই অনুপ্রবেশ করে অপকর্ম চালিয়ে দলের ভাবমুর্তি ক্ষুন্ন করবে। এ কারণে সকলকে সতর্কতার সহিত চলতে হবে।