মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় সেনা ক্যাম্প ইনচার্জ পরিচয় দিয়ে মোবাইলে হুমকি দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার আনুমানিক ২ টার দিকে ০১৭৮৭-৮৭৬৩০৩ নম্বর থেকে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র নির্বাহী সদস্য, দৈনিক যুগান্তর ও দৈনিক লোকসমাজ পত্রিকার পাইকগাছা উপজেলা প্রতিনিধি জি এম মিজানুর রহমানের ০১৭১৬-১৮১৩৬২নাম্বারে কল করা হয়। এ সময় কল করে তিনি সাংবাদিকের নাম জিজ্ঞাসা করে বলে আমি পাইকগাছা ক্যাম্প ইনচার্জ বলছি। আপনি ঘরে আগুন ধরিয়ে দিয়েছেন কোথাও? এ সময় সে কড়া ভাষায় হুমকিও প্রদশর্ন করে। এমনকি তাকে সেনা দপ্তরে তুলে নেয়ার হুমকি দেয়। পরে বিষয়টি নিয়ে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক সাংবাদিক জিয়াউদ্দিন নায়েব ঐ নম্বরে কল করে এবং বলেন আমরা আপনার সাথে দেখা করতে চাই। তখন অপর প্রান্ত থেকে বলা হয় আমি চলে যাচ্ছি। পথে আছি পরে এসে কথা বলবো। এরপর ঐ নম্বরে কয়েকবার কল করা হলে মাঝে মাঝে নম্বরটি বন্ধ পাওয়া যায়। নম্বরটি ট্যাকিং করে দেখা যায় ঐ ব্যক্তির বাড়ী গোপালপুর (সরল)। সে মজিদ গোলদারের ছেলে শামীম গোলদার।
এ সময় সাংবাদিক মিজান পাইকগাছা রয়্যাল ফিস ট্রেডিং এর অফিস কক্ষে কয়েকজন সাংবাদিকসহ বেশ কিছু লোক টিভি দেখছিলেন। কলরিকডিং এর একাংশ সরবরাহ করা হয়েছে।
এ ব্যাপারে ব্যবস্থা গ্রহনের জন্য পাইকগাছা সেনা ক্যাম্প ইনচার্জের হস্তক্ষেপ কামনা করা হয়েছে বলে নিশ্চিত করেন সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান ও সাংবাদিক জিয়াউদ্দিন নায়েব।
আপনার মতামত লিখুন :