মানছুর রহমান জাহিদঃ খুলনার পাইকগাছা উপজেলার লতায় লবণ পানি বন্ধের দাবীতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে লতা ইউনিয়নবাসীর আয়োজনে হানি মুনকিয়া ড্রামব্রীজ সংলগ্ন জিরো পয়েন্ট চত্তরে সাবেক শিক্ষক নিত্যরঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা -৬ আসনের সংসদ সদস্যের ছোট ভাই আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও যুবলীগনেতা আলহাজ্ব অহেদুজ্জামান মোড়ল। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক রেজাউল করিম, কপিলমুনি কলেজের উপাধ্যক্ষ ত্রিদীপ কান্তি মন্ডল।
পথ সভায় সাবেক ইউপি সদস্য সাংবাদিক কৃষ্ণ রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, লবনপানি আন্দোলন নেতা উদয় শংকর রায়, কুমারেশ সরকার, প্রধান শিক্ষক গোপাল চন্দ্র বিশ্বাস, কালিদাস তরফদার, ইউপি সদস্য ফেরদৌস ঢালী, সাবেক ইউপি সদস্য পরান মীর, সন্জয় রায়, গদাইপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি তরিকুল ইসলাম, এম এম নজরুল ইসলাম, পল্লী চিকিৎসক নিউটন মিস্ত্রী, জ্যোতিষ চন্দ্র মন্ডল, নজরুল ইসলাম, শহিদুল ইসলাম, শহিদুল্লাহ হোসেন, হাসেম ঢালী, গনি গাজী, ক্ষিতীশ মন্ডল, সুনিল মন্ডল, সুকুমার হালদার, বিশ্বজিৎ হালদার ও নটবর মন্ডল প্রমুখ।
আপনার মতামত লিখুন :