
মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় সচ্ছতা নিশ্চিত কল্পে একাধিক আবেদনকারী হওয়ায় লটারির মাধ্যমে ওএমএস এর ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে।
সোমবার সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার হাসিবুর রহমানের সঞ্চালনায় লটারী আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, কৃষি অফিসার মনিরুল হুদা, সাংবাদিক ও আবেদনকারীদের উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হয়।
২৩ জন আবেদনকারীদের মধ্যে ৬ জন লটারি মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ পেয়েছেন। তারা হলেন সরল বাজারে আছিয়া বেগম, শান্তির মোড়ে অসিত চন্দ্র সরকার, বাসস্টান্ডে সাইফুল ইসলাম, কোর্টের মোড়ে সমীরন মন্ডল, পাইকগাছা বাজারে সিরাজুল ইসলাম, মৎস আড়ৎ এলাকায় রিক্তা সুলতানা খুশি।
আপনার মতামত লিখুন :