মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুটি গ্রুপ পৃথক কর্মসুচী পালণ করেছে। এ উপলক্ষে আনন্দ মিছিল, আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০ টায় উপজেলার পুরাতন পরিবহন কাউন্টার চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক শেখ তৈহিদুজ্জামান মুকুল। সদস্য সচিব ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা এসএম এনামুল হক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজ। এ সময় বক্তব্য রাখেন প্রধান অতিথি সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা এস এম এনামুল হক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজ, এসএম এমদাদুল হক, সেলিম নেওয়াজ, পৌরসভা যুবদলের আহবায়ক জিএম রুস্তম।