
মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় মকতবের শিশুকে যৌন নিপীড়ণ করায় মকতবের হুজুরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৭ টার দিকে। এদিকে স্থানীয় জনতা গণ ধোলাই দিয়ে মকতবের হুজুরকে পুলিশে সোপর্দ করেছে। জানা গেছে, উপজেলার কাসিমনগর সরদার পাড়া জামে মসজিদের ইসলামী ফাউন্ডেশনের মকতবের হুজুর মাওলানা আবুল কাসেম শেখ (৫৫)। তিনি কাসিম নগর গ্রামের মৃত তফেল উদ্দীনের ছেলে। তিনি মকতবের ছেলে মেয়েদের পাঠদান করান। ঘটনার দিন অন্যান্য শিশুদের ছুটি দিয়ে হাতের লেখা শিখানোর জন্য ৯ বছরের শিশু ভিকটিমকে রেখে দেন বলে হুজুর জানান। ভিকটিম জানান, তাকে নানা ভাবে যৌন হয়রানি করা হয়েছে। তার ভাষায় হুজুর ছোট্ট শিশুর সাথে যা করেছে তা ক্ষমার অযোগ্য। এ ঘটনার বিস্তারিত ভিকটিম তার পরিবারকে জানালে পরিবারের লোকেরা থানায় যেয়ে মামলা করেন। এ দিকে হুজুরের কাছে জিজ্ঞাসাবাদে তিনি বলেন, আমি জামায়াতের কর্মী ও রোকন প্রার্থী। আমি কপিলমুনি ইউনিয়ন জামায়াতের কমিটিতে আছি।
জামায়াতের কপিলমুনি ইউনিয়ন আমির রবিউল ইসলাম বলেন, সে জামায়াতের কোন পদে নেই। সে জামায়াতের লোকদের সাথে মিশে থাকে। এজন্য জামায়াত সম্পর্কে তার ধারনা আছে।
থানা অফিসার ইনচার্জ (ওসি) সবজেল হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীকে আইনে প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :