• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় বিশ্ব খাদ্য ও জাতীয় ইদুর নিধন দিবস পালিত


প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৪, ২:৩৩ অপরাহ্ন / ৩১
খুলনার পাইকগাছায় বিশ্ব খাদ্য ও জাতীয় ইদুর নিধন দিবস পালিত

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় বিশ্ব খাদ্য দিবস ও জাতীয় ইদুর নিধন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুল হুদার পরিচালায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, খাদ্য কর্মকর্তা হাসিবুর রহমান, প্রাণী সম্পদ সম্প্রসারণ  কর্মকর্তা পপি রাণী রায়। এ সময় বক্তব্য রাখেন, সাংবাদিক জিএম মিজানুর রহমান, আলাউদ্দিন রাজা, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, কৃষক কাজী অহিদুজ্জামান।

এছাড়াও আলোচনা শেষে কৃষকদের মাঝে শীতকালীন সবজির বীজ প্রদান করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।