
মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের সোলাদানা সরকারী প্রথমিক বিদ্যালয়ে প্রায় ৪শ মানুষ পেলো বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা। বৃহস্পতিবার সাতক্ষীরার গ্রামীণ চক্ষু হাসপাতালের আয়োজনে চক্ষু সেবা ক্যাম্পে দিনব্যাপী স্থানীয় চার শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা করা হয়। সকালে এই চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম এনামুল হক। সাতক্ষিরা গ্রামীণ চক্ষু হাসপাতালের সহায়তায় এই চক্ষু ক্যাম্পে অংশ নেওয়া সব রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র, ওষুধ ও চশমা বিতরণ করা হয়। এছাড়াও চোখে ছানি পড়া প্রায় ১’শ রোগীকে অপারেশনের জন্য বাছাই করেন চিকিৎসক দল। সাতক্ষিরা গ্রামীণ চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাঃ সোহানুর রহমান এমবিবিএস (আর ইউ), আরাফাত হোসেন, শারমিন আক্তার, অঞ্জু বিশ্বাস, খাদিজাতুল কোবরা, মেহেদী হাসান, রাশেদ লিটনসহ কর্মকর্তা-কর্মচারীদের ১২ জনের একটি দল বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে সেবা দান করেন। এ ছাড়াও আগামী শনিবার ওই হাসপাতালে বাছাই করা রোগীদের পর্যায়ক্রমে চোখের ছানি অপারেশন করা হবে। বিনামুল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে সাবেক ইউপি সদস্য ঠাকুর দাশ সরদারের সভাপতিত্বে ও ইউপি সদস্য শেখর মন্ডলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সোলাদানা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিযুষ কান্তি মন্ডল, ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান, সাধারন সম্পাদক হাকিম সানা, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব যোগেশ্বর সানা কার্তিক, ইসরাফিল মোড়ল, ইউপি সদস্য প্রোবির গোলদার, বিজন কুমার মন্ডল প্রমুখ। চিকিৎসা নিতে আসা বয়স্ক রোগীরা জানান, চোখে ছানি পড়ার কারনে ভালো দেখতে পাইনা। টাকার অভাবে এতোদিন অপারেশন করাতে পারিনি। বিনা টাকায় ছানি অপারেশন করতে পারবো আগে কখনো ভাবিনি। আজ আমাদের বাড়ির পাশে বিনা টাকায় ছানি অপারেশন করার জন্য ডাক্তার এসেছে শুনে এখানে এসেছি।
উক্ত চক্ষু ক্যাম্পের উদ্বোধন শেষে প্রধান অতিথি সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক বলেন, সোলাদানা এলাকাসহ আশপাশের গ্রামের বহু মানুষ দারিদ্র সিমার নিচে বাস করে। চোখের চিকিৎসা করানো তাদের জন্য অনেক ব্যায় বহুল। তাদের কথা চিন্তা করে এলাকার নিন্মবিত্ব মানুষের জন্য বিনা মুল্যে চক্ষু সেবা ক্যাম্পের আয়োজন করেছি। এখানে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
আপনার মতামত লিখুন :