মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ বিএনপি নেতাদের ভাবমূর্তি ক্ষুন্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৃতীয় পক্ষ কর্তৃক অপপ্রচার ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২ টায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লস্কর মৎস্যজীবী সমিতির সভাপতি দীবাশীষ মন্ডল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপজেলার বাইনতলা বদ্দ জলমহলে সমিতির নামে ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এজারা প্রদান করা হয়। আর সেভাবেই সমিতি ভোগ দখল করছে। আগষ্টে সরকারের পট পরিবর্তনের পর কিছু অপরিচিত লোক জলমহলের বাঁধ কেটে ক্ষয়ক্ষতি করেছে। এসময় আমি বা সমিতির কেউ ঘটনাস্থলে না থাকায় কাউকে চিহ্নিত করতে পারনি। তবে স্থানীয় তৃতীয় পক্ষ সাইদুর রহমান আমাকে দিয়ে বিএনপি নেতা আসলাম পারভেজ, আনারুল কাদির ও মিজানের নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করায়। পরে খোঁজ খবর নিয়ে জানতে পারি তারা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা। তাদের সাথে সাইদুরের ব্যক্তিগত বিরোধ থাকায় এটা করানো হয়েছে। প্রকৃত পক্ষে যাদের নাম উল্লেখ করা হয়েছে তা সব মিথ্যা ও উদ্দেশ্য মুলক ছিলো। অনিচ্ছাকৃত ত্রটির জন্য তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দুঃখ প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :