মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল ৪ টায় উপজেলা বিএনপির কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজ।
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সোলাদানা ইউনিয়নের সাবেক বার বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক।
সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, সাইফুল ইসলাম তারিক, আমিনুর রহমান, সুজিত সরকার, যুবদল নেতা তোহিদুজ্জামান মুকুল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ আহম্মেদ মানিক, এ্যাড ইকরামুল ইসলাম, জাগেশ্বর কার্তিক, ছাত্রদলের সাদ্দাম হোসেন, রুস্তম, গালিব, আনায়ারুল ইসলাম ও সনিসহ আরও অনেকে।