• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২৪, ১০:৫৯ অপরাহ্ন / ৪৫
খুলনার পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শেখ হাসিনা সরকারের পতন ও গনতন্ত্র পুনরুদ্ধার হওয়ায় আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলার কপোতাক্ষ মার্কেট চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আসলাম পারভেজ।

এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সংগ্রামী সাধারণ সম্পাদক এসএম এনামুল হক।
এছাড়াও বক্তব্য রাখেন, এসএম ইমদাদুল হক, বিএনপি নেতা কামাল আহমেদ সেলিম নেওয়াজ, যুবদলের উপজেলা আহবায়ক অহিদুজ্জামান মুকুল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ আহম্মেদ মানিক, সম্পাদক ইমরান সরদার, সাইফুল তারিক।
এ সময় প্রধান অতিথি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর জুলুম বা ধর্মীয় উপশানালয় ভাংচুর, কারো বাড়ীতে হামলা, ভাংচুর, বা অগ্নিসংযোগ করা যাবে না। কেউ এমন ঘটনা ঘটালে দল দায়ভার নিবেনা। এছাড়াও তিনি দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের সহনশীল হয়ে সকলের পাশে থাকার আহ্বান জানান।