• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন

খুলনার পাইকগাছায় প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২৫, ৬:৫২ অপরাহ্ন / ৪৯
খুলনার পাইকগাছায় প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ভৈরবী রানী রায়কে অপসারণের দাবিতে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করছে শিক্ষার্থীরা।

রবিবার সকালে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটিতে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে ১০ শ্রেণির শিক্ষার্থী ফারহানা ইসলাম (রিতু) লিখিত বক্তব্য বলেন, পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষীকা ভৈরবী রানী রায় চলতি বছরের ৭ই মে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করার পর থেকে মাসে এক দিন করে স্কুলে আসেন। এরপর বেতন নিয়ে চলে যাওয়ার সময় শিক্ষক, শিক্ষার্থীদের সাথে খারাপ আচারন, শিক্ষার্থীদের পরীক্ষার রুটিন, সিলেবাস, ক্লাস রুটিন, শিক্ষার্থীদের বিদ্যালয়ের সনদ, ছুটির নোটিশ কিছুই দেন না। নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার ও অদক্ষতার অভিযোগে অপসারণের দাবিতে বিদ্যালয়ের ছাত্রীরা আন্দোলনের মুখে তৎকালীন খুলনা জেলা উপ-পরিচালক কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মো. সামছুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজান আলী শেখ, সহকারী পরিদর্শক বাবুল সরদার সরেজমিনে এসে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে বৈঠক করে প্রধান শিক্ষিকাকে অপসরণ ও সিনিয়র শিক্ষক আব্দুল ওহাবকে চলতি দায়িত্ব পালন করার নির্দেশনা দেন। কিন্তু লিখিতভাবে দায়িত্ব না দেওয়ায় সৃষ্টি সমস্যা আরও জটিল আকার ধারণ করেছে। সেই সাথে শিক্ষার মান ও অফিসিয়াল কার্যক্রম থমকে গেছে।

সংবাদ সম্মেলনে অভিভাবক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ বলেন, অভিভাবকরা তাদের সন্তানদের ভবিষ্যতে নিয়ে উদ্বিগ্ন। সৃষ্টি অচলাবস্থা দ্রুত নিরসনকল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। এ সময় ১০ শ্রেণির শিক্ষার্থী সৈয়দা তানহা জেরিন মৌ, তৃষা মন্ডল, ৯ম শ্রেণির জারিন তৌফা এশা, আকসারা নেওয়াজ, মৃত্তিকা মন্ডল, ৮ম শ্রেণির সুমাইয়া তাবাসসুম, অশ্মি নিঝুম সহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।