
মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় বাগদা চিংড়ির পোনা ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পোনা বিক্রি করে ফেরার পথে ইউনুস খা নামক ওই ব্যক্তি উপজেলার লতার হাড়িয়া ব্রীজের উপর পৌছালে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়।
জানা যায়, পোনা ব্যবসায়ী ইউনুছ খা ঘটনার দিন সবুজ মৎস্য খামারে বাগদা পোনা বিক্রি করে মটর সাইকেলে বাড়ী ফিরছিল। ঘটনার সময় ব্রীজের উপর পৌছালে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে মটর সাইকেল থামায়। এ সময় কোন কিছু বুঝে উঠার আগেই তাকে থামিয়ে মাথায় ধারালো দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে ও এলোপাতাড়ি মারপিটসহ জামা প্যান্ট ছিড়ে বিবস্ত্র করে এবং তার কাছে থাকা নগদ ৩৫ হাজার ৩’শ টাকা ছিনিয়ে নেয়।
এ সময় তার ডাক চিৎকারে আশেপাশের লোক ছুটে আসলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। উপস্থিত লোকেরা ইউনুসকে রক্তাক্ত যখম অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে ইউনুসের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় ক্লিনটন বিশ্বাস, শিবপদ সরদার, সত্যরঞ্জন সরদার ও শিশির সরকারসহ অজ্ঞাতদের নামে থানায় একটি এজার দাখিল করেছি। কিন্তু এখনও মামলাটি এজাহার করা হয়নি।
এ বিষয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) সবজেল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :