• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় পাওনা টাকা দিতে দেরি হওয়ায় মহিলাসহ দু-ব্যক্তিকে পিটিয়ে জখম


প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৪, ৮:২৭ অপরাহ্ন / ৭১
খুলনার পাইকগাছায় পাওনা টাকা দিতে দেরি হওয়ায় মহিলাসহ দু-ব্যক্তিকে পিটিয়ে জখম

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় পাওনা টাকা দিতে দেরী হওয়ায় এক মহিলাসহ দু-ব্যক্তিকে পিটিয়ে জখম ও টাকা পয়সা, মালামাল লুপাটের ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার কাটিপাড়া গ্রামের দিলীপ বিশ্বাস বাদী হয়ে প্রতিপক্ষ বাবু লাল রায় (৫৫)সহ তার দু-সন্তানের নামে পাইকগাছা থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে জানা যায়, উপজেলার কাটিপাড়া গ্রামের বাবু লাল রায় প্রতিপক্ষ দিলীপ বিশ্বাসের কাছে কিছু টাকা পাবে। সেই টাকা দিতে দেরি হওয়ায় তিনি মঙ্গলবার সন্ধ্যায় দিলীপের বাড়ীতে যান। এবং পাওনা টাকা আদায়ে চাপ সৃষ্টি করে। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে দিলীপ বিশ্বাসকে (৫৫) বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তাকে ঠেকাতে গেলে তার ফুফাত বোন কল্পনা রানী রায় (৫২)কেও পিটিয়ে একটি হাত ভেঙে দেয়। এ ঘটনায় আহতরা পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পাইকগাছা থানার ওসি ( তদন্ত) তুষার কান্তি দাশ জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।