
মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় পথের দাবীতে ৫ ভাই-বোনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন বড় ভাই অবসর প্রাপ্ত আর্মি অফিসার। পৈত্রিক সম্পত্তি বন্টনের সময় ৫ জন রাস্তার পাশে জমি বন্টন করে নিয়ে বড় ভাইকে দিয়েছেন বাগানের মধ্যে। যেখান থেকে যাতায়াতের কোন ব্যবস্থা নেই। তিন বছর ধরে পথের জায়গা দাবী করে আসছে বড় ভাই (অবঃ) আর্মি অফিসার শেখ মনির উদ্দীন। কিন্তু তারা নানা তালবাহানা করে পথের জায়গা দেয়নি তাকে। এ বৈষম্যের কারণে পথের দাবীতে বৃহস্পতিবার পাইকগাছা উপজেলা নির্বাহী আদালতে দু ভাই ও তিন বোনের বিরুদ্ধে মামলা করেছে তিনি।
মামলা সূত্রে জানা গেছে, বাবা-মায়ের মৃত্যুর পর তিন ভাই ও তিন বোন ওয়ারেশ থাকেন। পৈত্রিক সুত্রে প্রাপ্ত ডাংগার সম্পত্তি বন্টন কালে মনির উদ্দীনকে বাগানের মধ্যে রেখে রাস্তার ধারের জমি অন্য ৫ ভাইবোন বন্টন করে নিয়েছেন। যাতায়তের পথ না থাকায় তিনি বৈষম্যের শিকার হয়েছেন বলে মনির অভিযোগ করেন। চাকুরিতে থাকা কালে এজমি ব্ন্টন করা হয়। রাস্তার ধারে সকলেই জমি নিয়ে ঘিরে রাখছেন। মনিরের অংশের জমি রাখা হয়েছে বাগানের মধ্যে। কোন পথ না থাকায় তিনি পড়েছেন মহা বিপাকে। জোর করে বর্তমানে কবর স্থানে কোন রকম একটা ঘর করে বসবাস করছেন মনিরের পরিবার। পাশে মসজিদের বার্থরুমে মুসল্লীদের এক মাত্র সুড়ি পথ দিয়ে মুনির ও তার পরিবার যাতায়ত করেন।
এ ব্যাপার তার ছোট ভাই সুমন জানান, ভাই পথ পাবে,দিতে হবে। শরীকের প্রায় সবাই বাইরে থাকেন কুরবানির ঈদের পরে বসাবসি করে ফয়সালা করে দেয়ার ব্যবস্থা করা হবে।
আপনার মতামত লিখুন :