• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:২০ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় জামায়াতে ইসলামীর সাবেক সিনিয়র নায়েবে আমীর শামসুর রহমানের ১৬তম মৃত্যু বার্ষিকী পালিত


প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৪, ৫:৪৮ অপরাহ্ন / ৩০
খুলনার পাইকগাছায় জামায়াতে ইসলামীর সাবেক সিনিয়র নায়েবে আমীর শামসুর রহমানের ১৬তম মৃত্যু বার্ষিকী পালিত

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সিনিয়র নায়েবে আমীর খুলনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শামছুর রহমানের ১৬ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বাদ জুম্মা খুলনার পাইকগাছা উপজেলার সিরাতুল হুদা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মিলায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামছুর রহমান ফাউন্ডেশনের সাবেক সভাপতি মাওঃ আবুল কাসেম গোলাম উল্লাহ। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির মাও: গোলাম সরোয়ার। এ সময় বক্তব্য রাখেন জামায়াতে নেতা মাওঃ আমিনুল ইসলাম, মাও: আবু সাঈদ, শেখ কামাল হোসেন, আলতাফ হোসেন, মাওঃ বুলবুল ,আব্দুল খালেক, মাওঃ আব্দুল কুদ্দুস, শিবির নেতা সম আব্দুল্লাহ আল মামুন, মাওঃ আব্দুর সবুর, আবুজার গেফারি, ফিরোজ আহম্মেদ, আল মামুন ও সরদার বাদশা।

সাবেক সিনিয়র নায়েবে আমীর শামসুর রহমান ২০০৮ সালের ২ নভেম্বর মৃত্যুবরণ করেন। সাংবাদিক ও রাজনীতিবিদ শামসুর রহমান ১৯১৫ সালের ৫ মে খুলনা জেলার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের মঠবাটি গ্রামে জন্মগ্রহণ করেন।