মানছুর রহমান জাহিদঃ খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়ন সিপিপি এর উদ্যোগে জাতীয় দূর্যোগ প্রস্তূতি দিবস উপলক্ষ্যে র্র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় কপিলমুনি সহচরী বিদ্যামন্দির প্রাঙ্গন হতে সিপিপি এর স্বেচ্ছাসেবকরা র্র্যালী নিয়ে কপিলমুনি বাজারের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল মাঠ প্রাঙ্গনে এসে মিলিত হয়। পরে কপিলমুনি ইউনিয়ন টিম লিডার রাজু আহমেদের সভাপতিত্বে ও মোঃ মোখলেছুর রহমান বাবলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা সিপিপির সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন৷
এ সময় আরও উপস্থিত ছিলেন নারী ইউপি সদস্য সখিনা বেগম , রাজিয়া সুলতানা, কপিলমুনি ইউনিয়ন সিপিপি এর মহিলা টিম লিডার মজিদা খাতুন, ডেপুটি আল মামুন, ওয়ার্ড টিম লিডার দীনবন্ধু বাছাড়, মোঃ সাহেব আলী, ইয়াসির আরাফাত, আব্দূল লতিফ সান, রনি, মশিয়ার , সুফিয়া খাতুন তারক সহ ইউনিয়নের ৯ টি ওয়ার্ড হতে টিম লিডার ডেপুটি ও স্বেচ্ছাসেবকবৃন্দ৷
আপনার মতামত লিখুন :