• ঢাকা
  • শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন

খুলনার পাইকগাছায় কৃষক দলের সভাপতি মেছের আলী সানার বিরুদ্ধে আড়ৎদার ব্যবসায়ীর সংবাদ  সম্মেলন


প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২৫, ৬:৪৩ অপরাহ্ন / ৩৯
খুলনার পাইকগাছায় কৃষক দলের সভাপতি মেছের আলী সানার বিরুদ্ধে আড়ৎদার ব্যবসায়ীর সংবাদ  সম্মেলন

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছা কৃষক দলের সভাপতির বিরুদ্ধে ব্যবসায়ীকে খুন, জখম, মামলায় ফাসানো ও চাঁদাদাবীর অভিযোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির কার্যালয়ে লিখিত বক্তব্যে আড়ৎদার ব্যবসায়ী মোখলেছুর রহমান বলেন, গত ২১ মার্চ আমার ব্যবসা প্রতিষ্ঠানে উপজেলার পাতড়াবুনিয়া এলাকার একজন মাছ কিনতে আসেন। মাছের দরদাম নিয়ে তার সাথে কথা-কাটাকাটি হয়। এরপর ব্যবসায়ী ও বিএনপি নেতা মিলনকে ডেকে নিয়ে আবার আমার আড়ৎ-এ এসে গোলজোগের চেষ্টা করে। এ সময় আড়ৎদারী সমিতির সভাপতি / সম্পাদক বিষটি মিমাংসা করে দেন।

পরবর্তীতে উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা আমার মুরশিদ মৎস্য আড়ৎ এ যেয়ে মিমাংসিত বিষয়টি নিয়ে আমাকে বিভিন্ন হুমকি দেন এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবী করেন। যদি দাবীকৃত টাকা না দেয়া হয় তাহলে ব্যবসায়ীক ক্ষতিসহ খুন জখমের হুমকি দেন।

গত ২২ মার্চ দুপুর ১২ টার দিকে বিএনপির বিভিন্ন পর্যায়ের ৪০/৫০ নেতাদের নিয়ে মৎস আড়ৎতের অফিসে হাজির হয়ে বিভিন্ন হুমকি দিয়ে চলে যান। বর্তমানে আমিসহ আমার পরিবার, ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে চরম নিরাপত্তা হীনতায় ভুগছি। সংবাদ সম্মেলনে তিনি স্থানীয় প্রশাসনসহ বিএনপির উর্ধ্বতন নেতৃবৃন্দের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে পাইকগাছা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা জানান, সাংবাদিক সম্মেলনের বক্তব্য সম্পুর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমাকে রাজনৈতিক ভাবে হেয় করার জন্য একটি কুচক্রি মহল উঠে পড়ে লেগেছে। আমি এর তীব্র নিন্দা জানাই।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মৎস্য আড়ৎদারী সমিতির সভাপতি আব্দুল জব্বার সরদার, সাধারণ সম্পাদক বিল্লাল মোড়ল, উপদেষ্টা সওকত হোসেন মোড়ল ও রিপন কুমার দাশ প্রমুখ।

এ বিষয়ে পাইকগাছা পৌর বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির ১নং যুগ্ন আহবায়ক সেলিম রেজা লাকী জানান, মুরশিদ মৎস্য আড়ৎতের লোকজন বিএনপি নেতা মিলনকে অকথ্য ভাষায় গালিগালাজ করার ঘটনা শুনে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ডাক্তার আব্দুল মজিদ ও আমি সহ বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, মেছের আলীকে নিয়ে সৃষ্ট ঘটনা মিমাংসা করে দিতে বললে আমরা আড়ৎদারী সমিতিতে যাই। সেখানে একটু গোলযোগ হয়। বিষয়টি আমরা ডাঃ মজিদকে জানালে, তিনি নিজে বসে মিমাংসা করার কথা বললে আমরা চলে আসি। এরইমধ্যে একটি মহল আমাদের সম্মান ক্ষুন্ন করতে সাংবাদিক সম্মেলন করছে।