• ঢাকা
  • শুক্রবার, ১৩ Jun ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় কথিত সন্ত্রাসী শফি ও তার সহযোগীদের হাত থেকে বাঁচতে এলাকা বাসীর মানববন্ধন


প্রকাশের সময় : জুন ১১, ২০২৫, ১:৩১ অপরাহ্ন / ৮২
খুলনার পাইকগাছায় কথিত সন্ত্রাসী শফি ও তার সহযোগীদের হাত থেকে বাঁচতে এলাকা বাসীর মানববন্ধন

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় কথিত সন্ত্রাসী শফি ও তার সহযোগী আনারুল, রফিক, শাখিল, শহিদুল, শেখ ইব্রাহিমের হাত থেকে বাঁচতে দুই ইউনিয়নের শত শত মানুষ মানববন্ধন করেছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার চাঁদখালী ও রাড়ুলী ইউনিয়নের কয়েক গ্রামের শত শত নারী-পুরুষ কাঁটাখালী বাজারে মানববন্ধনে অংশ গ্রহন করে।

মানববন্ধনে মোস্তফা গাজী তার বক্তব্যে বলেন, আ.লীগ সরকারের পতনের পর বিএনপি’র কতিপয় নেতা সন্ত্রাসী শফি ও তার বাহিনীকে প্রশ্রয় দিয়ে দখলবাজী, চাঁদাবাজী করে চলেছে। এহেনো অপকর্ম নেই শফি বাহিনী করছেনা। তাদের হাতে এলাকার কেউ নিরাপদ নেই। ফোনে আমাকে হত্যার হুমকি দিচ্ছে। আমার পরিবার শফি বাহিনীর জন্য নিরাপত্তা হীনতায় ভুগছি।

সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মন্টু বলেন, সন্ত্রাসী শফি বাহিনীর হাতে এলাকার কেউ নিরাপদ নয়। রাতের আধারে যে কারোর গলা কেটে দিতে পারে। আমরা কয়েক গ্রামের মানুষ শফি বাহিনীর আতঙ্কে রাতের ঘুম হারাম করে পাহারা দিচ্ছি।
ইমরান সরদার বলেন, চাঁদার টাকা না দেয়ায় গত ৭ তারিখ রাতে আমাদের বাড়িতে যেয়ে শফি ও তার বাহিনী আামার পিতাকে কুপিয়েছে। এর আগে আমাদের ঘের থেকে প্রায় ৩ লাখ টাকার মাছ লুট করেছে। এলাকাবাসী একজোট হয়ে গত ৮জুন সন্ত্রাসী শফি’র বাড়িসহ সহযোগীদের বাড়ি তল্লাশি করে দেশীয় ৮টি অস্ত্র উদ্ধার করে। ক্ষুব্ধ এলাকাবাসী তার ঘরসহ সহযোগীর বাড়ি ও দোকানে আগুন ধরিয়ে দেয়।

রেহানা বেগম বলেন, আমরা নারীরা শফি বাহিনী কাছে নিরাপদনা। রাতের আধারে আমাদের গলাই ছুরি ধরছে। শফি বাহিনীর বিরুদ্ধে কথা বল্লে তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমাদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় আছি।

চাঁদখালী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মন্টু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবদল নেতা মোস্থফা গাজী, ইমরান সরদার, লতিফ গাজী, লুৎফর রহমান, মোহসীন মালী, আবু মুছা মালী, শাহেব আলী গাজী, রেহানা বেগম, শেফালী বেগম প্রমুখ।