
নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা, খুলনাঃ আদালতের নির্দেশনা বাস্তবায়নে পাইকগাছা উপজেলা প্রসাশন ৭দিনের মধ্যে ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন। এ নির্দেশনার পর ভাটা মালিক ও হাজার হাজার শ্রমিকরা পড়েছে চরম বিপাকে। এ বিষয়ে ভাটা মালিকরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের দুর্ভোগ ও দুর্গতির কথা তুলে ধরেন।
একাধিক ভাটা মালিকরা জানান, আমাদের ভাটার ছাড়পত্র বা লাইসেন্স না থাকলে। আমরা মহামান্য হাইকোর্টে লাইসেন্স ও ছাড়পত্রের জন্য রিট পিটিশন করেছি। আমরা ভাটার কার্যক্রম অব্যাহত রেখেছি। এখন ভরা সিজন। এসময় ভাটা বন্ধ হলে কোটি কোটি টাকা লোকসানে পড়বে ভাটা মালিকরা।
এদিকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে মঙ্গলবার দুপুরে ইটভাটা মালিক’রা করনীয় বিষয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন।
আল্লারদান (এডিবি) ব্রিকসের মালিক মো, আব্দুল জলিলের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন এস এ কে ( মা) ব্রিকসের মালিক রুহুল আমিন খাঁন, থ্রি-স্টার ব্রিকসের আশরাফুল আলম, মেসার্স এএসএম ব্রিকসের জি, এম অহেদুজ্জামান, সরদার (এমএসবি) ব্রিকসের কামাল সরদার, ফাইভ স্টার ব্রিকসের মো, মিরাজুল ইসলাম, বিএকে ব্রিকসের-এম মহিউদ্দিন খান, সরদার মা ব্রিকস(এসএম) নাজমুল হুদা মিথুন ও বিসমিল্লাহ (বিবিএম) ব্রিকসের মালিক খলিলুর রহমান।
সভায় ভাটা মালিকরা মানবিক আবেদন জানিয়ে বলেন, বিগত ২০১২-২০১৩ সালে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে ও ডিসি’র অনুমতি ও লাইসেন্স, প্রতিবছর সরকারি রাজস্ব, ভ্যাট,আয়কর, ভোক্তা অধিকার, ফাঁয়ার সার্ভিস,শ্রম অধিকার সনদ নিয়ে ইটভাটা পরিচালনা করে আসছি।
এ সময় ভাটা ভাটা মালিক মিরাজুল ইসলাম বলেন, ভাটা বন্ধ হলে আমরা মাঠে মারা যাব। আমাদের সব শেষ হয়ে যাবে। এছাড়া উপজেলায় ১৩টি ভাটায় প্রায় অর্ধ লক্ষ নারী পুরুষ শ্রমিকের কর্মসংস্থান হারাবে। যদি বন্ধ হয়ে যায় তাহলে এ লোকগুলো বেকার হয়ে পড়বে। ভাটা মালিকরা দেউলিয়া হয়ে যাবে ঋণগ্রস্ত চরম ভোগান্তিতে পড়বে।
ইটভাটা শ্রমিক ইউনুচ আলী জানান, ঈদের আগে যদি ভাটা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের হাজার হাজার পরিবারের লোকদের নিয়ে রাস্তায় বসতে হবে। আমাদের কথা ভেবে যদি অনন্তত এসিজনটা ভাটা চলে তাহলে আমরা উপকৃত হব।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, আদালতের নির্দেশনার বাইরে কিছু করার নেই। পরিবেশ বজায় রাখতে আইন প্রয়োগ করতে হবে।
মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নম্বর-১৩৭০৫/২০২২ এর প্রেক্ষিতে হাইকোর্ট প্রদত্ত নির্দেশনা মতে চলতি ৭ মার্চ এর মধ্যে উপজেলার সকল অবৈধ ইটভাটা বন্ধ ও ভাটায় কাঠের ব্যবহার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :