• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের পদত্যাগের দাবীতে মানববন্ধন


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২৫, ৫:০৭ অপরাহ্ন / ৫৩
খুলনার পাইকগাছায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের পদত্যাগের দাবীতে মানববন্ধন

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় আওয়ামীলীগ নেতা ও রাড়ুলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের পদত্যাগের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজারে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছাত্র-জনতার ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ছাত্রনেতা ইব্রাহিম গাজী। এ সময় বক্তব্য রাখেন, আরজান হোসেন, আজহারুল ইসলাম, হাসিবুর রহমান, ইকবাল মোড়ল, আমিরুল ইসলাম, ইদ্রিস আলী, মাসুদ রানা ও মোঃ বাচ্চু গাজী। এছাড়াও অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্য ছাত্রনেতারা সহ শত শত এলাকাবাসী উপস্থিত ছিলেন। আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ আওয়ামী লীগের দোষর। তিনি এ যাবৎকাল লুটপট করে খেয়েছেন। এছাড়াও তিনি এখনও বহাল তবিয়াতে অনিয়ম ও দুর্নীতি করছেন। তারা তার অবিলম্বে পদত্যাগ দাবী করেন।

এদিকে এ বিষয়ে সবকিছুই অস্বীকার করে চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার। তিনি আরও বলেন, আমি অনিয়ম ও দুর্নীতি করলে রাড়ুলী ইউনিয়নবাসী আমাকে ছয় ছয় বার চেয়ারম্যান নির্বাচিত করতেন না। একটি মহল উদ্দেশ্যে মুলক ভাবে এ আন্দোলন করছে।