
মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছা থানা পুলিশ অস্ত্র, ডাকাতি, চুরিসহ ৬ টি গ্রেপ্তারী পরোয়ানার আসামি জীবন সরদার (৩০) কে স্থানীয় জনতার সহাতায় গ্রেপ্তার করেছে। সে উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৌখালী গ্রামের কামরুল সরদারের ছেলে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। বুধবার দুপুর ২ টার দিকে এস,আই হাফিজুর রহমান, এস আই বাবলা দাস ও এ এস আই পলাশ শেখ স্থানীয় জনতার সহাতায় উপজেলার মৌখালী খেলার মাঠ থেকে তাকে গ্রেপ্তার করেন।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ সবজেল হোসেন জানান, ধৃত আসামী জীবন সরদার দুর্দান্ত প্রকৃতির অপরাধী। তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়েছে। তার নামে ১ টি অস্ত্র মামলা, ১ টি ডাকাতি, ৪ টি চুরি মামলার পরোয়ানা রয়েছে। এছাড়া পাইকগাছা থানাসহ বিভিন্ন থানায় নারী অপহরণ, দস্যুতাসহ ১৪ টি মামলা চলমান আছে।
আপনার মতামত লিখুন :