
মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলণ, পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্ধোধন করা হয়।
আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ক্রীড়া অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন পাইকগাছা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক। এছাড়াও আয়োজিত অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) পীযুষ কান্তি মন্ডল, স্বেচ্ছাসেবক দলের উপজেলা সদস্য সচীব যোগেশ্বর কার্তিক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, সাবেক ইউপি সদস্য ঠাকুরদাস সরদার, বিএনপি নেতা ইসমাইল হোসেন, আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক জিএম মিজানুর রহমান, এসএম বাবুল আক্তার, মোঃ আসাদুল ইসলাম, স্নেহেন্দু বিকাশ, মোঃ আব্দুল আজিজ, মানছুর রহমান জাহিদ, মাজহারুল ইসলাম মিথুন, আমেরিকা প্রবাসী বিজন মন্ডল প্রমুখ।
আপনার মতামত লিখুন :