মোঃ মানছুর রহমান জাহিদঃ খুলনার পাইকগাছায় মাইক্রোওয়াটারসেভ প্রকল্পের আওতায় ২নং কপিলমুনি ইউনিয়নের ৭নং ওয়ার্ড সিলেমানপুর চরের খাল গত ২২জানুয়ারী ৬ লাখ টাকা ব্যয়ে দৈর্ঘ্য ১.৬ কি.মি. প্রস্থ ২৬ ফুট এবং ৮ ফুট গভীরতা পুনঃ খননের উদ্বোধন করেছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান এমপি। এরই ধারাবাহিকতায় তা বাস্তবায়নে সিলেমানপুর চরের খাল পুনঃ খননের কাজ ২ মার্চ শনিবার সকালে শুরু হয়।
উক্ত খাল পুনঃ খননের কাজ শুরু হওয়ায় এলাকার মানুষদের মধ্যে যেনো আনন্দের জোয়ার বইছে। এলাকাবাসী জানান, এটি আমাদের দীর্ঘদিনের দাবি ছিলো। যা পাইকগাছা- কয়রার গণমানুষের নেতা, লোনা জলে সোনার ছেলে সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান এমপি নির্বাচিত হয়েই গত ২২জানুয়ারী খালটির পুনঃ খননের শুভ উদ্বোধন করেন, যার বাস্তবায়ন করতে আজ ভেকু মেশিন দিয়ে শুরু হয়েছে খননের কাজ। এছাড়াও পুনঃ খননের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর কাছে প্রশংসায় ভাসছেন এমপি রশীদুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুজ্জামান গাজী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবু গৌতম ঘোষ, সংসদ সদস্যের ভাইপো মেহেদী আল মাসুদ সবুজ, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম মোড়ল, মনিরুজ্জামান মনি, শিক্ষক শামছুর গাজী, আবু বক্কর বিশ্বাস, নিজাম সানা, জসিম মোড়ল, ইজাজুল গোলদার, মনিরুল ইসলাম সরদার, মজিবুর সানা, বদরুল গাজী, মেহেদী হাসান, বেল্লাল সরদার, আজিজ মোল্লাসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার শতাধিক মানুষ।
আপনার মতামত লিখুন :