মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের সাথে উপজেলা বিএনপি নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠ ও সুন্দরভাবে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই যেনো শারদীয় দুর্গোৎসব পালিত হয় সে লক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার লস্কর খড়িয়া বিনাপনি সরকারী প্রাথমিক মাঠে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় মন্দির কমিটির সভাপতি গোপাল চন্দ্র মন্ডল।
যগেশ্বর কার্তিক এর সঞ্চালনায় মতবিনিময় সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা এসএম এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজ, বিএনপি নেতা সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আনারুল কাদির, ইমরান সরদার, সাজ্জাদ আহম্মেদ মানিক, ইউপি সদস্য অরবিন্দু কুমার মন্ডল, সাইফুল ইসলাম তারিক, দীপঙ্কর মন্ডল, ফয়সাল রাশেদ সানি, ঠাকুরদাস দাস সরদার ও কিশোর কুমার মন্ডল। মতবিনিময় সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ, সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ লস্কর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের শত শত মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :