• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন

খুলনার পাইকগাছার বিরাশির মোড় হতে ঘোষ পাড়া পর্যন্ত এক কিঃ মিঃ রাস্তার টেন্ডার আগামী ২১মে


প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৩, ৬:০৮ অপরাহ্ন / ৭৭
খুলনার পাইকগাছার বিরাশির মোড় হতে ঘোষ পাড়া পর্যন্ত এক কিঃ মিঃ রাস্তার টেন্ডার আগামী ২১মে

মোঃ মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছা উপজেলার ২নং কপিলমুনি ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের মধ্যবর্তী বিরাশির মোড় হতে ঘোষ পাড়া পিচের রাস্তা পর্যন্ত ১কিঃমিঃ রাস্তাটি দীর্ঘদিন যাবত অবহেলিত। অবশেষে ২নং কপিলমুনি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান (৮নং ওয়ার্ড ইউপি সদস্য) মোঃ বদরুল আলম ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আলাউদ্দিন গাজীর অক্লান্ত প্রচেষ্টায় রাস্তাটির ডাবল ইটের সলিং-এর টেন্ডার হতে যাচ্ছে আগামী ২১মে ২০২৩। জানা যায়, উক্ত রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত চার গ্রামের প্রায় দশ হাজার মানুষ চলাচল করে। দীর্ঘদিন রাস্তাটি অবহেলিত থাকায় উক্ত রাস্তাটিতে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, দুই ওয়ার্ডের মধ্যবর্তী রাস্তা হওয়ায় ইতিপূর্বে রাস্তাটির সংস্কার হয়নি। নতুন রাস্তার টেন্ডারের খবর জনমনে পৌঁছালে বর্তমানে পথচারীদের মধ্যে এক আনন্দঘন আমেজে বিরাজ করছে। সরজমিনে গিয়ে পথচারী ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ইতি পূর্বে ইউপি সদস্য বদরুল আলম তার নিজস্ব অর্থায়নে রাস্তাটির সংস্কার করেছিল। তারপর থেকেই রাস্তাটির সংস্কারের ছোঁয়া আর মেলেনি। দীর্ঘদিন পর যখন রাস্তাটির টেন্ডারের খবর এলাকাবাসী পায় তখনই এলাকাবাসী সহ পথচারীদের মধ্যে এক আনন্দঘন আমেজ বিরাজ করছে। এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান বদরুল আলমের নিকট জানতে চাইলে তিনি জানান, আমি ইতিপূর্বে জনগণের দুর্ভোগ নিরশনে আমার ব্যক্তিগত উদ্যোগে রাস্তাটির সংস্কারের কাজ করেছিলাম। তারপর থেকে রাস্তাটির সংস্কার হয়নি। বর্তমানে রাস্তাটির বেহাল দশা! যার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় অনেক দুর্ঘটনা। এছাড়া জনগণ আমাদেরকে নির্বাচিত করেছেন তাদের পাশে থাকার জন্য। তাই যতদিন বেঁচে থাকি জনগণের পাশে থেকে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডকে এগিয়ে নিয়ে যেতে নিজেকে নিয়োজিত রাখবো ইনশাল্লাহ। তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর আমরা দুই ওয়ার্ডের ইউপি সদস্য মিলে উক্ত রাস্তাটির জন্য সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ অব্যাহত রেখেছি। অবশেষে (পাইকগাছা-কয়রা)’র সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু ভাই ও পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম‌ স্যারের সহযোগিতায় বিরাশির মোড় হইতে ঘোষপাড়া পিচের রাস্তা পর্যন্ত এক কিলোমিটার রাস্তার ডাবল ইটের সলিং এর টেন্ডার পাস করাতে সক্ষম হয়েছি। যার টেন্ডার অনুষ্ঠিত হবে আগামী ২১মে ২০২৩। সেই সাথে আমরা দুই ইউপি সদস্য এমপি আক্তারুজ্জামান বাবু ভাই ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম স্যার এর নিকট কৃতজ্ঞতা জানাই। এছাড়াও মুজিবুর মোড়ল, সাইফুল্লাহ, বাচ্চু মোড়ল, গফুর খা, মুসলিম খা, হাসেম গাজী, বিশ্বজিৎ ঘোষ ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গৌতম কুমার ঘোষসহ এলাকার একাধিক ব্যক্তিরা জানান, দীর্ঘদিনের অবহেলিত বেহাল রাস্তাটির টেন্ডার পাশ হওয়ায় আমরা এলাকাবাসী অনেক অনেক আনন্দিত। সেই সাথে আমরা এলাকাবাসী দুই ওয়ার্ডের মেম্বারদ্বয়কে ধন্যবাদ ও শুভকামনা জানাই। রাস্তাটির টেন্ডার পাশ হওয়ার পর নতুন রাস্তার অপেক্ষায় এখন আমরা এলাকাবাসী।