• ঢাকা
  • সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন

খুলনার পাইকগাছার জিরবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা : নেই কোন ধর্মীয় শিক্ষক


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৪, ২:২৬ অপরাহ্ন / ১৯
খুলনার পাইকগাছার জিরবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা : নেই কোন ধর্মীয় শিক্ষক

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অসুস্থ প্রধান শিক্ষকসহ দু-জন শিক্ষক দিয়ে চলছে তার শিক্ষা কার্যক্রম। ৩৪ বছর ধরে কোন মুসলিম শিক্ষক না থাকায় ইসলাম ধর্ম শিক্ষা থেকে বঞ্চিত মুসলিম শিক্ষার্থীরা।

উপজেলার দেলুটি ইউনিয়ের ১১৮নং উত্তর জিরবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৯৯০ সালে প্রতিষ্ঠিত। বর্তমানে স্কুলটির শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৩৪ জন এবং প্রাক শিক্ষার্থী ১৪ জন। প্রতিষ্ঠাকাল থেকে শিক্ষক সংখ্যা ৩ জন। বর্তমানে প্রধান শিক্ষক অসুস্থ। একজন শিক্ষক পিটিআই প্রশিক্ষণে থাকায় দীর্ঘদিন যাবৎ মাত্র ১ জন শিক্ষিকা দিয়ে চলছে পাঠ দান কার্যক্রম।

এদিকে প্রতিষ্ঠাকাল থেকে কোন মুসলিম শিক্ষক না থাকায় ইসলাম ধর্ম শিক্ষা থেকে বঞ্চিত মুসলিম ছাত্র-ছাত্রীরা। তবে সহকারী শিক্ষিকা নমিতা রাণী মন্ডল ইসলাম ধর্ম বিষয়ে পাঠ দান দিয়ে আসছেন বলে জানান। ১টি ক্লাসে ১টি বিষয়ে পাঠ দানের সময় ৩০ মিনিট। সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত একজন শিক্ষিকা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৩০টি বিষয়ে পাঠ দান করছেন বলে জানান।

সরজমিনে জানা যায় ৫-১০ মিনিটও একটা ক্লাস নেয়া হয়না।

অভিভাবক কুন্টলিকা দাস বলেন, এভাবে কোন শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারেনা।

প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র মন্ডল বলেন, আমি খুব অসুস্থ তারপরও নিজেও মাঝে মাঝে ক্লাস নিয়ে আসছি। শিক্ষক স্বল্পতার কারণে ছাত্র-ছাত্রীর সংখ্যা কম।

উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রজ্ঞন সাহ বলেন, শিক্ষক বদলীর বিষয়টি অনলাইনে আবেদন করতে হয়। এ পর্যন্ত কেউ আবেদন করেনি। তাছাড়া শিক্ষক সংকট রয়েছে। আগামীতে শিক্ষক পাইলে দেয়া হবে।