• ঢাকা
  • রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৩:০৬ পূর্বাহ্ন

খুলনার পাইকগাছার কপিলমুনিতে আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৩, ৯:১৯ অপরাহ্ন / ৫৪
খুলনার পাইকগাছার কপিলমুনিতে আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মানছুর রহমান জাহিদঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিককে বিজয়ী করতে পাইকগাছার ২নং কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার কপিলমুনি মেহেরুননেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সরদার বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী লোনা জলে সোনার ছেলে মোঃ রশীদুজ্জামান মোড়ল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. শেখ মোঃ শহীদ উল্লাহ, পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সহ-সভাপতি সমিরণ সাধু, যুগ্ন সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়ার্দার, কাজল কান্তি বিশ্বাস, বেনজির আহম্মেদ বাচ্চু, নির্মল মজুমদার, হেদায়েত আলী টুকু, সাধন কুমার ভদ্র খুলনা জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মৃণাল কান্তি বাছাড়।
এসময় আরো উপস্থিত ছিলেন গৌতম বিহারী বিশ্বাস, মাসুমা খাতুন, সাধন বিশ্বাস, কৃষ্ণ পদ মন্ডল, কুদ্দুস সোসেন, গাজী মিজানুর রহমান, সরদার মোজাফফর হোসেন, শিমুল বিল্লাহ বাপ্পি, সরদার জাহাঙ্গীর আলম, সরদার জালাল, শেখ মোহাম্মদ আলী, কবির হোসেন, সুকুমার ঢালী, প্রনব মন্ডল, হামিম সানা, আকাশ গাজী, খোরশেদ আলম, পল্টু মজুমদার, রাজিব গোলদার, মুরাদ গোলদার, সিদ্দিকুর রহমান, সাইফুল্লাহ মোড়ল, মনিরুল ইসলাম মনি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন সরদার প্রমুখ।