• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন

খুলনার পাইকগাছার কপিলমুনিতে ভোক্তা অধিকার আইনে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায়


প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৩, ৪:৫১ অপরাহ্ন / ৬৪
খুলনার পাইকগাছার কপিলমুনিতে ভোক্তা অধিকার আইনে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায়

মোঃ মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছার কপিলমুনিতে বুধবার সকাল ১১টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় জেলা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ভোক্তা অধিকার আইনে ব্যবসায়ীদের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেছে। খুলনা বিভাগীয় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এ অভিযান পরিচালনা করেন। ভোক্তা অধিদপ্তরের বাজার মনিটরিং এর অংশ অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল তৈল উৎপাদন করে ভোক্তা পর্যায়ে বিক্রয় ও বিআরটিসির লাইসেন্স আনুমোদন না থাকায় থাকায় ৩ টি প্রতিষ্ঠানের কাজ থেকে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। এসময় কপিলমুনি বিনোদ অয়েল মিল মালিক প্রল্লাদ দত্তকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪৩ ধারায় ৬০ হাজার টাকা, উৎসব অয়েল তৈল মিল মালিক খায়রুল ইসলামকে ভোক্তা অধিকার আইনের একই ধারায় ৫০ হাজার টাকা ও দত্ত অয়েল মিল মালিক প্রশান্ত কুমার সাধুকে উপরোক্ত আইনের ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও কপিলমুনি চাউল ব্যবসায়ী, মুরগী ব্যবসায়ী ও কাঁচামাল ব্যবসায়ীদেরকে দ্রব্যমূল্য তালিকা প্রতিটি দোকানে টানানোর জন্য পরামর্শ ও সতর্কবার্তা প্রদান করেন। উক্ত অভিযানকালে উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার খুলনা জেলা কার্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক রাজু হোসেন, পাইকগাছা থানা পুলিশের এসআই আনজির হোসেন ,এসআই সুজিত, এসআই ব্রজ কিশোর পাল , এসআই সাদ্দাম হোসেন, কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম, এসআই শাহাজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স। এছাড়াও ভোক্তা অধিকার খুলনা বিভাগীয় জেলা কার্যালয়ের অফিস সহকারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।