• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন

খুলনার পাইকগাছার আগড়ঘাটায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল


প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৫, ৮:১৮ অপরাহ্ন / ৩৮
খুলনার পাইকগাছার আগড়ঘাটায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কপিলমুনি ইউপির ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার সন্ধ্যায়

আগড়ঘাটা বাজার বিনোদ বিহারী স্পোটিং ক্লাবে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বুলবুল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল সরদার, সাবেক জেলা কৃষকদলের সহ – সভাপতি বাক্কার সানা, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আবু হানিফ।
দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর থেকে জনগণ একটা অবাধ, সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে। দীর্ঘদিন দেশের জনগণ নিজের ভোট নিজে দিতে পারেনি। স্বৈরাচার খুনি হাসিনা ও তার পরিবার ৮০ হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। যা এ দেশের জনগণের তথা আপনার আমার টাকা। শেখ হাসিনা তার অপকর্মের সীমা লঙ্ঘন করেছে তাই তিনি এ দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এ ছাড়াও দোয়া অনুষ্ঠানে ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান, বিএনপি নেতা আলাউদ্দিন ঢালী, রেজাউল করিম, মিজান, সাংবাদিক আবু ইসহাক, আব্দুস সালাম, মিনারুল ইসলাম, সুমন আহমেদ, শাহেব আলি, আব্দুস সামাদ, আঃ কুদ্দুস ও ছাত্র নেতা রাসেদ, ফয়সাল, আবুল, মিঠু সহ ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মুফতি আমিনুর রহমান।