![scriptForHost](http://ajkerbd24.com/wp-content/uploads/2025/01/logog555.jpg)
মোঃ মানছুর রহমান জাহিদঃ খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের পুর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। রোববার) সকালে বিদ্যালয়ের মাঠে সকল শিক্ষক-শিক্ষিকা, গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে আগামী ৬ মাসের জন্য উক্ত ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন প্রকাশ করা হয়েছে। ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন খুলনা-৬ আসনেের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান এমপির ছোট ভাই সাবেক যুবলীগ নেতা অহিদুজ্জামান মোড়ল। অভিভাবক সদস্য পল্লী চিকিৎসক আঃ হালিম সানা, প্রধান শিক্ষক মোশারফ করিম ও সহকারী শিক্ষক মোঃ মিনারুল ইসলাম।
উক্ত এডহক কমিটি অনুমোদন ও ঘোষণাকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং কপিলমুনি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়াদ্দার। এ সময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্যর ভাই মনিরুজ্জামান বাবলু, তালা উপজেলায় বার বার নির্বাচিত শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামানসহ যুবলীগ নেতা মোঃ মোখলেছুর রহমান বাবলু, সাবেক ইউপি সদস্য মোঃ এজাহার আলী গাজী, মহিলা ইউপি সদস্য রাজিয়া সুলতানা, যুবলীগ নেতা মোঃ সবুজ মোড়ল, রেজাউল ইসলাম সরদার, আমান উল্লাহ আমান, মোঃ সাইফুল ইসলাম, আল-আমিন বিশ্বাস, এখলাচুর রহমান বাবু, মনিরুজ্জামান মনি, মোঃ রহমত, হামিম, রাজু আহমেদ, শহর আলী, রবিউল ইসলাম রবি, বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষিকা, ছাত্র – ছাত্রী, সাংবাদিকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :