• ঢাকা
  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৭:৫০ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় ২৫নং গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর সম্পন্ন


প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন / ১৪৮
খুলনার পাইকগাছায় ২৫নং গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর সম্পন্ন

মানছুর রহমান জাহিদঃ খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউপির ২৫ নং গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক,অভিভাবকদের সমন্বয়ে শিক্ষা সফর সম্পন্ন হয়েছে।

সোমবার দিনব্যাপী শিক্ষা সফরে শিশুদের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ সফর। শিক্ষা সফর হিসেবে নব নির্মানিত কৃষি কলেজের সামনে ইব্রাহিম গার্ডেনে শিক্ষার্থী আবৃত্তি, নাচ, গান, দৌড়, বালিশ নিক্ষেপ খেলা সহ বিভিন্ন বিনোদন মূলক অনুষ্ঠান, আলোচনা সভা ও বনভোজনে অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুস্মীতা সোম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সহকারী শিক্ষা অফিসার দেবাশীষ রায়, মোঃ আসাদুজ্জামান,ঝংকার ঢালী, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দীন।

এ সময় আরোও উপস্থিত ছিলেন,সহকারী শিক্ষক,ইতু রানী বিশ্বাস,সুচিত্রা রানী অধিকার,নাজমিন নাহার
শামসুন নাহার রুমা,রেহেনা আক্তার,চম্পা মিস্ত্রী
রামপ্রসাদ সরদারসহ শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

উপজেলার গদাইপুর ইউপির গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সুস্মীতা সোম বলেন, আগামীতে আরো বৃহত্তর পরিসরে শিক্ষা সফর ও বনভোজনের করা হবে। সকলে সহযোগিতা করলে ভালো মানের শিক্ষা প্রদান সহ বিদ্যালয়কে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো।পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।