মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের আরাজী ভবানীপুর গ্রামের অসহায় দরিদ্র পরিবারের প্রায় ১'শ বছরের পুরনো চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে প্রতিবেশী হাফিজ গাজী গং। এ বিষয়ে থানায় রাস্তা উদ্ধার চেয়ে অভিযোগ দাখিল করেছে ভুক্তভোগী পরিবারের সদস্য স্বপ্না বেগম।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাড়ুলী ইউনিয়নের আরাজী ভবানীপুর গ্রামের হতদরিদ্র শামসুর গাজী সহ তিন ভাই পৈতৃক ভিটাতে বসবাস করছেন কিন্তু প্রতিবেশী হাফিজ গাজী গংরা গায়ের জোরে অন্যায় ভাবে শামসুর গাজী গং এর একশত বছরের পুরনো চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে তিনটি পরিবারকে রাস্তায় আসা-যাওয়া বন্ধ করে দিয়েছেন।
এ বিষয়ে সাত্তার গাজীর স্ত্রী স্বপ্না বেগম পাইকগাছা থানায় রাস্তা চেয়ে একটি অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে উল্লেখ করেছেন তারা হতদরিদ্র ও গরিব মানুষ হওয়ায় স্বামী ও বাড়ির পুরুষেরা ইট ভাটায় কাজ করতে যাওয়ার সুযোগে হাফিজ গাজী গংরা রাস্তা নেট দিয়ে ঘিরে চলাচল বন্ধ করে দিয়ে তাদেরকে অবরুদ্ধ করে রেখেছেন। সে কারণে সাত্তার গাজীর স্ত্রী স্বপ্ন বেগম পাইকগাছা থানার ওসি বরাবর একটি অভিযোগ দাখিল করেছেন। সরজমিনে যে দেখা যায়, সত্তার গাজীসহ তিন ভাইয়ের চলাচলের রাস্তা নেট দিয়ে ঘিরে বন্ধ করে রেখেছেন হাফিজ গাজীগং। এ বিষয়ে হাফিজ গাজীর কাছে জানতে চাইলে তার ছেলে হাবিবুর গাজী জানান, আমাদের জমি আমরা ঘেরা দিয়েছি।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ সবজেল হোসেন বলেন, একটি দরখাস্ত পেয়েছি বিষয়টি রাড়ুলী ক্যাম্প ইনচার্জ এর নিকট পাঠিয়েছি এবং তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।