মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় সাবেক ইউপি সদস্য স্বপন বিশ্বাস (৬০) কে বা কারা হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে।
ঘটনাটি বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ইউনিয়নের দেলুটি গ্রামের সরদার বাড়ী নামক স্থানে গোপাল সরদারের দোকানের সামনে রাস্তার উপর ঘটেছে। নিহত সাবেক ইউপি সদস্য স্বপন দেলটি গ্রামের মৃত্যু হরিদা দাস বিশ্বাসের ছেলে।
তিনি ঐদিন রাতে বাজার থেকে বাড়ী ফেরার পথে ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা অনুমান করছেন।
তবে কারা কি কারণে এ ঘটনাটি ঘটিয়েছে তা কেউ বলতে পারেনি। তবে নিহতের মাথার তালু ফেটে রক্তাক্ত জখম হয়েছে বলে অনেকেই জানান।
তার ছোট মেয়ে তমা বিশ্বাস জানান, আমার বাবার কোন শত্রু নেই। তিনি সবার সাথে মিলে-মিশে চলতেন। তার সাথে সকলের যতেষ্ঠ সু-সম্পর্ক রয়েছে।
স্থানীয় অনেক ব্যবসায়ীরা জানান, স্বপন বাবু কয়েক দিন ধরে ব্যবসায়ীদের নির্ভয়ে ব্যবস্যা বানিজ্য করার জন্য উৎসাহিত করে আসছে। ঘটনার দিন একইরুপ দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে তিনি এই নির্মম হত্যাকাণ্ডের স্বীকার হন।
থানা পুলিশ ষ্ট্রাইকে থাকায় লাশের কোন সুরৎহাল রিপোট ময়না তদন্ত ছাড়াই দাহ করা হয়েছে।
স্থানীয় গ্রাম পুলিশ আদিত্য মন্ডলের নিকট হাতুড়িটি জব্দ রয়েছে।
আপনার মতামত লিখুন :