• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় সচিব তৌহিদুর রহমানকে উপজেলা প্রশাসন ও রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছা


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০২৫, ৪:৪২ অপরাহ্ন / ৪০
খুলনার পাইকগাছায় সচিব তৌহিদুর রহমানকে উপজেলা প্রশাসন ও রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছা

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছার কৃতি সন্তান সচিব মো. তৌহিদুর রহমানের আগমন উপলক্ষ্যে পাইকগাছা উপজেলা প্রশাসন, রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

শুক্রবার সকালে পাইকগাছা উপজেলার সীমান্তবর্তী কাশিমনগরে পৌঁছালে শুভাকাঙ্খীরা তাকে অভ্যর্থনা জানানো হয়। পরবর্তীতে উপজেলার জিরো পয়েন্টে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম ও ওসি মো. সবজেল হোসেন উপস্থিত ছিলেন। এরপর উপজেলা বিএনপি’র নেতা-কর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন তাকে। এ সময় উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আসলাম পারভেজ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাবেক পৌর আহ্বায়ক সেলিম রেজা লাকি, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন নায়েব, সাবেক কাউন্সিলর এস এম ইমরান হোসেন, অ্যাড. সাইফুদ্দিন সুমন, হুরায়রা বাদশা, দিপংকর সরদার, রুস্তম, জামিনুর রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও তাকে জেলা ও উপজেলা জামায়াতের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় জেলা নায়েবে আমীর মাও. গোলাম সারোয়ার, জেলা টিম সদস্য কাজী তামজীদ আলম, হাফেজ নূরে আলম সিদ্দিকী, মোঃ আব্দুল গনি সরদার, পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম, মাও. আব্দুল হালিম, মোর্তজা জামান আলমগীর রুলু প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।