
মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ এ্যাড, মোর্তজা জামান আলমগীর রুলু ঐতিহ্যবাহী পাইকগাছা ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে আবারও সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন এমনটা মন্তব্য করেছেন অধিকাংশ সদস্যরা। আগামীকাল পহেলা ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত ঐতিহ্যবাহী পাইকগাছা ষোলআনা ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। ৯৬০ জন ভোটার এ নির্বাচন তাদের ভোটের মাধ্যমে আগামী তিন বছরের জন্য সভাপতিসহ পরিষদ নির্বাচিত করবেন। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন সাবেক সভাপতি এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু ও বর্তমান সভাপতি জিএম শুকুরুজ্জামান। পর্যবেক্ষণ করে দেখা গেছে সভাপতি পদে এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু ২০০৬ থেকে ২০০৯ ও ২০১২থেকে ২০২১ সাল পর্যন্ত এ সমিতির সভাপতি ছিলেন। এছাড়াও তার পারিবারিক ঐতিহ্য এখানে একটা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। ৫ আগষ্টের সময় এলাকায় একটি মহল বিশেষ করে ব্যবসায়ী মহল উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তিনি তখন সকল মহলের সাথে ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন। যে কারনে পাইকগাছা পৌরসভা অভ্যান্তরে কেউ কোন প্রকার ক্ষতিগ্রস্ত হননি। এসব বিষয় গুলো চুল চেরা বিচার বিশ্লেষণ করতে শুরু করছে ভোটারেরা। গোপন সুত্রে জানা যায়, সব মিলে তিনি ভোটারদের মনজয় করতে সক্ষম হয়েছেন। এ দিকে আরও জানা যায়, ইচ্ছা না থাকার স্বত্বেও সমিতির সদস্যদের অনুরোধে তিনি আবারো সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ ছাড়াও অনেক গুলো সামাজিক, পেশাজীবি সংগঠনের সাথে তার সম্পৃক্ততা রয়েছেন তিনি।
আপনার মতামত লিখুন :