মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছা উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহবায়ক মশিয়ার রহমান মিলনের বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়ায় আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শ্রমিকদলের উদ্যোগে ও জেলা শ্রমিক দলের সভাপতি সম্পাদককে অভিনন্দন জানিয়ে শুক্রবার বিকেলে এ আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলার গদাইপুর পিচের মাথা থেকে মিছিল শুরু হয়ে নতুন বাজারে এসে শেষ হয়। পরে বোয়ালিয়া তিন রাস্তা মোড়ে অনুষ্ঠিত পথসভায় উপজেলা শ্রমিক দলের আহবায়ক সরদার ফারুখ আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহবায়ক শেখ তোহিদুল ইসলাম, আলমগীর হোসেন, এমডি মুরাদ, মোঃ কামাল হোসেন, আব্দুল হাকিম গাজী, পীর আলী গাজী, শহিদুল ইসলাম, বিল্লাল হোসেন, আকবার আলী গাজী, ছাত্রনেতা আশরাফুল ইসলাম, শাহাজান আলী সরদারসহ শত শত এলাকাবাসী উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা মিলনের বহিষ্কার আদেশ প্রত্যাহার করায় খুলনা জেলা সভাপতি উজ্বল কুমার সাহ ও সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
আপনার মতামত লিখুন :