• ঢাকা
  • রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৬ পূর্বাহ্ন

খুলনার পাইকগাছায় রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে মনোনয়ন প্রত্যাশী মোহসিন রেজার মতবিনিময়


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৩, ৬:১৮ অপরাহ্ন / ১৫৮
খুলনার পাইকগাছায় রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে মনোনয়ন প্রত্যাশী মোহসিন রেজার মতবিনিময়

মোঃ মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনা -৬ (পাইকগাছা-কয়রা) আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম মোহসিন রেজা শত শত দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

বুধবার দুপুরে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সাংবাদিকদের সাথে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান জি এম মোহাসিন রেজা। এসময় আরো উপস্থিত ছিলেন করয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী। রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য জি এম মিজানুর রহমান, সাংবাদিক জিয়া উদ্দীন নায়েব, দপ্তর সম্পাদক মানছুর রহমান জাহিদ, জহুরুল হক, কাজী সোহাগ, খোরশেদ আলম, শাফিয়ার রহমান, নাদীর শাহ।

আওয়ামীলীগ নেতা সহকারী অধ্যাপক জি এম মোক্তার হোসেন, রেজাউল করিম, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন লাভলু, দেবদাশ মন্ডল, মেজবাউদ্দীন মাসুম, ইকতিয়ার উদ্দীন, শামিম উদ্দীন, পঙ্কজ সরদার, কাজল, শফিকুল ইসলাম, মফিজুল ইসলামসহ শতাধিক দলীয় নেতা-কর্মী বৃন্দ। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন সেক্টরে অভূতপূর্ব উন্নয়নের বিষয়ে আলোকপাত করেন। তিনি সাংবাদিকদের সরকারের উন্নয়ন দেশবাসীর সামনে তুলে ধরার আহবান জানান।