• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন

খুলনার পাইকগাছায় রাস্তার উপর দিয়ে ধান ক্ষেতে পানি দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত -১০


প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৫, ৮:০০ অপরাহ্ন / ২২
খুলনার পাইকগাছায় রাস্তার উপর দিয়ে ধান ক্ষেতে পানি দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত -১০

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় রাস্তার উপর দিয়ে ধান ক্ষেতে পানি দেয়াকে কেন্দ্র দু-পক্ষের সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের ১০ জন জখম ও আহত হয়েছে। উভয়পক্ষের ৬ জন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার কপিলমুনি ইউনিয়নের শিলেমানপুর গ্রামের একটি ঘরোয়া কাঁচা রাস্তার উপর দিয়ে পাইপের মাধ্যমে ধানক্ষেতে পানি দিচ্ছিল ইসমাইল সরদার। এদিকে রাস্তা ভিজে চলাচল অসুবিধা হওয়ায় প্রতিপক্ষ আকবার বিশ্বাসরা পানি দিতে নিষেধ করায় দু’পক্ষই উত্তেজিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের ১০ জন জখম ও আহত হয়। আহতরা হলেন, ইসমাইল গংদের শফিউল ইসলাম (৩৫), ইব্রাহিম সরদার(৫৫), তন্ময় (২২) ও ফরিদা ইয়াসমিন (৫৪)।

অপরদিকে আকবর বিশ্বাস গংদের আহতরা হলেন আক্তারুল ইসলাম (৩৯), মাসুম বিশ্বাস (২৫), আকবর আলী (৫৫), নাসিমা আক্তার (২৭), কুলসুম খাতুন (২৪) ও মাসুমা (২২)।

এ বিষয়ে ইসমাইল সরদার বলেন, পুর্ব শত্রুতার জেরে আমাদেরকে অতর্কিত ভাবে হামলা করে জখম করেছে। যাতে ২ জনের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়।

অন্যদিকে প্রতিপক্ষ আকবর জানায়, রাস্তা পানিতে ভিজে কাঁদা হয়ে নষ্ট হচ্ছিল। তা নিষেধ করায় লাঠিশোটা নিয়ে আমাদের উপর ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে। যাতে আমাদের ২ জনের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়।

এ রির্পোট লেখা পর্যন্ত উভয়পক্ষের থানায় মামলা করার প্রস্তুতি চলছিল।