• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় যুবদলের উদ্যোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৪, ৭:৫১ অপরাহ্ন / ২৭
খুলনার পাইকগাছায় যুবদলের উদ্যোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিলালের উপর যুবলীগ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পাইকগাছা উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

সোমবার বিকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে থেকে বিক্ষোভ মিছিল বের করে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার পোস্ট অফিসের সামনে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহর আলী সরদারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপির আহ্বায়ক সেলিম রেজা লাকী,সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন এ্যাড সাইফ সুমন,যুব নেতা হুরায়রা বাদশা,বিএম আকিজ উদ্দিন,প্রভাষক মনিরুজ্জামান মনি, মেছের আলী সানা, শহিদুর রহমান শহীদ, সরোজিত ঘোষ দেবেন, আরিফুল ইসলাম, কৃষকদলের সাধারন সম্পাদক আবুল কাশেম, টি,এম শিমুল, মারিফুল হক প্রিন্স, আহছান গাজী, নাজমুল হুদা মিন্টু, রায়হান পারভেজ টিপু, কুদ্দুস গোলদার, জুলফিকার জুলু, মাসুম হাজরা, মামুন গাজী, শাহীন মোড়ল, লুতফর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রধান অতিথি ডাঃ আব্দুল মজিদ ও সমাবেশে বক্তারা বলেন, খুলনা জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা, জেলা যুবদলের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক রাজপথের আন্দোলন সংগ্রামের অগ্রসৈনিক,সর্বজন প্রিয় যুবনেতা হাবিবুর রহমান বেলালের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। অবিলম্বে হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার পরবর্তী দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।