
মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালীতে কপোতাক্ষ নদের বাঁধ কেটে লবন পানি উত্তোলন নিয়ে চিংড়ি ঘের মালিক, এলাকাবাসী ও মিষ্টি পানি’র সমর্থকরা বর্তমানে মুখোমুখি অবস্থানে।যেকোন মুহুর্তে অনাকাঙ্খিত ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী। এ নিয়ে দু’পক্ষই পাল্টা-পাল্টি মানববন্ধন ও মিছিল করেছেন। বৃহস্পতিবার মিষ্টি পানির ধান-মাছ চাষের পক্ষের শতাধিক নারী-পুরুষ উপজেলার চাঁদখালী’র চক বিষ্ণুপুরস্থ সড়কে লবন পানি উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। এ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, চিংড়ি ঘের মালিকরা খনন করা কপোতাক্ষ নদের বাঁধকেটে বিষ্ণুপুর স্লুইসগেট দিয়ে পোল্ডারে লবন পানি উত্তোলন করে পরিবেশ ধ্বংসের পাঁয়তারা করছে। এতে গাছ-পালাসহ শত-শত বিঘার বোরো ধানের ক্ষেত নষ্ট হবে। ফলে গোটা কৃষি ব্যবস্থা ক্ষতিগ্রস্থ হবে।
বক্তারা আরও অভিযোগ তোলেন, পাউবোর কর্তৃপক্ষকে ম্যানেজ করে ঘের মালিকপক্ষ বাঁধ কাঁটার সাহস পেয়েছেন। এছাড়াও লবন পানি উত্তোলন বিরোধী আন্দোলনের নেতা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউনুছ আলী মোল্লা এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থেকে সার্বিক সহযোগিতা করার কারণে কিছু কতিপয় অসাধু ব্যবসায়ীরা ইউনুছ আলীর বিরুদ্ধে ঘের মালিকরা কথিত চাঁদাবাজির অপপ্রচার করছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইউনুছ মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁদখালীর ইউপি সদস্য জি,এম আমিনুদ্দীন, স্থানীয় জামায়েত নেতা মাওঃ হাফিজুল ইসলাম, বিএনপি নেতা আঃ রহিম, মোঃ জিল্লুর রহমান, রোমানে পারভীন রেখা, আঃ কাদের সহ অনেকে। ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রাজু হাওলাদার জানান, বিষ্ণুপুর স্লুইস গেটর মুখে কপোতাক্ষ নদের খননের মাটি দিলে ভরাট হয়ে যায়। বর্ষা মৌসুমে পোল্ডারের পানি সরবরাহের জন্য বাঁধ কেটে উন্মুক্ত করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :